ভৈরবে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
তৌহিদুল হাসান: ভৈরব থানা প্রতিনিধি , কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কোদালকাঠি খালে প্রকল্প সময়ের আগেই বালু উত্তোলনকে কেন্দ্র করে
২ পক্ষের সংঘর্ষে প্রায় ৩০ জন লােক আহত হয়েছে। গতকাল ১৯ তারিখ রবিবার ভৈরব উপজেলার গােছামাড়া এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় ১১ টি দোকানও ভাঙচুর করা হয়েছে।
গত ২ মাস আগে স্থানীয় সরকার বিভাগের
খনন প্রকন্পের আওতায় স্থানীয় কোদালকাটি খাল খননে
ঠিকাদারী পান সেলিম মিয়া। সিডিউল অনুযায়ী শুকনো মৌসুমে বালু
উত্তোলনের কথা থাকলে ও বর্ষাকালে খনন শুরু
করেছেন ঠিকাদার। এ কাজে সহযোগিতা
করছেন শিমুলকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান বাবুল
মিয়া ও স্থানীয় ব্যবসায়ী জয়নায় মিয়া।
এদিকে অসময়ে বালু উত্তোলনের ফলে ক্ষতির আশস্কায় বাধা দেন স্থানীয় কৃষকরা। এতে একাধিক বার মারামারির ঘটনা ঘটে। এর প্রতিকার চেয়ে
একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেন
ভূক্তভােগী চাষিরা। এর পরিপ্রেক্ষিতে ১৫ দিন আগে
বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা
এলজিইডি প্রকৌশলী।
পরে ঘটনা স্তল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করে ভৈরব থানার পুলিশ.