রাঙামাটি জেলা পুলিশ সুপার বিপিএম বার-র জুরাছড়ি থানা পরিদর্শন
মোঃ রফিকুল ইসলাম: রাঙামাটি, প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা টিভি
গতকাল দুপুর বার ঘটিকার সময় রাঙামাটি জেলার সন্মানিত পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ বিপিএম বার অত্র জেলার জুরাছড়ি থানা পরিদর্শন আসেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি,রাজস্হলী সার্কেল, জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ, এসআই,এ এস আই, এবং সকল ফোর্স উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ জনাব আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।সকল অফিসার ও ফোর্সদের সাথে কৌশল বিনিময়ে পর নিজের ব্যাক্তিগত ও সরকারি বিভিন্ন সমস্যার কথা শুনেন।
প্রধান অতিথি মহোদয় তাৎক্ষণিক অনেক সমস্যার সমাধান করে দেন।প্রধান অতিথি মহোদয় অত্র থানায় একটি কমলার চারা গাছ রোপণ করেন। সকল অফিসার ফোর্সদের নিয়ে দুপুরের খাবারের অংশগ্রহণ করেন। পরিশেষে সকলের সাথে কৌশল বিনিময়ে পর প্রধান অতিথি বিকেল চারটায় রাঙামাটি জেলায় চলে যায়।