গাইবান্ধায় পরিচয় মিলছে না এক অজ্ঞাত ব্যক্তির।গত তিন দিন আগে এলাকার ভেতরে ঘুরতে দেখলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞেস করে তার পরিচয়।
কিন্তু আশ্চর্য জনক বিষয় হলো লোকটি কোন কথা বলতে পারে না এবং কানে শুনতে পায় না।এক কথায় তিনি একজন বাঁক ও শ্রবণ প্রতিবন্ধী। তবে লোকটি সব কিছু ইশারায় বোঝাতে পারে এবং লিখতে পারে। লোকটি ইশারায় এবং লিখে জানায় তার নাম হাশেম আলী।
পিতার নাম মোবারক আলী এবং স্ত্রীর নাম কিরণ। লোকটি আরও জানায় যে সে দীর্ঘ চার বছর ইন্ডিয়া জেলখানায় বন্দী ছিলেন। সেখান থেকে ছাড়া পেয়ে বাংলাদেশে আসেন।
যদি কোন ব্যক্তি তার পরিচয় জেনে থাকেন তাহলে গাইবান্ধায় মুক্তিযুদ্ধের চেতনা টিভির জেলা প্রতিনিধি সাঘাটা এলাকার মোঃ রবিউল ইসলাম খোকন ( পিতা: মোঃ গোলজার রহমান ,মাতা: খাদিজা বেগম, গাইবান্ধা, সাঘাটা,) যোগাযোগ করার জন্য বলা হলো। মোঃ রবিউল ইসলাম খোকনের মোবাইল নাম্বার:01810384228/01777358160