দেশাত্মবোধক -কবিতা
-<ভয়াল~রাত>
সৈয়দ কামরুল হাসান।
২৫মার্চ-কালোরাতে
মানবরুপে-দানব এলো
সোনার – এ বাংলাতে,
করছে ভীষণ -গুলাগুলি
মরছে মানুষ -উড়ছে গুলি।।
পালাচ্ছে লোক -প্রাণ বাঁচাতে
কে যাবে -কোন পথে?
কেউ জানেনা- সকাল বেলা,
জুটবে -কি খানা?
পাক বাহিনী দিচ্ছে-সকাল স্বন্ধ্যা হানা।।
সেই ভয়েতে- গ্রাম,ও, শহর,
শুন্য হলো -বাড়ীঘর।।
অগ্নিকান্ডে-ঝলসে দেশ,
না রহিলো-সুখের রেশ!
ঝাঝড়া হলো-জীবন ছবি,
এক রাতে-পুড়লো সবই।
২৫ মার্চে দেশের-এই পরিস্থিতি,
যুদ্ধটা শুধু- দেশের স্মৃথি।
প্রকৃত যুদ্ধাগনেরা-অবহেলার কৃতি।
একাত্তরের যুদ্ধ-শুধুই দেশের স্মৃতি।