চৌদ্দগ্রামে বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম মোল্লার ইন্তেকাল
কুমিল্লা জেলা প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনা টিভি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: সিরাজুল ইসলাম মোল্লা (৭৫) মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া এলাকায় উনার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের মোল্লা বাড়ীর মরহুম কেরামত আলী মোল্লার বড় ছেলে ও চট্টগ্রাম নিউমার্কেটের প্রবীণ ইলেকট্রিক ব্যবসায়ী এবং সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমনের ভগ্নিপতি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১৩ ডিসেম্বর) বা’দ যোহর নিজ বাড়ীতে জানাযা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মো: নিজাম উদ্দীন মোল্লা ও নিহতের ছেলে মো: জাহিদুল ইসলাম মোল্লা।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: সিরাজুল ইসলাম মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ চৌদ্দগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তা’য়ালা যেন মরহুমকে ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সেজন্য সকলে দোয়া করেন।