মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গা সদর আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদ শীর্ষক চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধার জমি মিথ্যা প্রচারণার মাধ্যমে দখলের পাঁয়তারা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু – মুক্তিযুদ্ধের চেতনা টিভি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বাবু বিজন কুমার বড়ুয়ার উপর সম্পত্তির বিরোধের জেরে হামলা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এমপি আব্দুর রউফকে সংবর্ধনা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি নির্বাচন প্রথমধাপে উপজেলায় ভোট পড়েছে ৩৬.১শতাংশ;ইসি – মুক্তিযুদ্ধের চেতনা টিভি নির্বাচনে ঝিনাইদহ সদরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি টাঙ্গাইলে উপজেলা চেয়ারম্যান পদে সাবেক কৃষিমন্ত্রীর মামাতো -খালাতো দুই ভাইয়ের পরাজয় – মুক্তিযুদ্ধের চেতনা টিভি চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণের সময় বিমানে আগুন – মুক্তিযুদ্ধের চেতনা টিভি ব্রাহ্মণবাড়িয়ায় দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদণ্ড – মুক্তিযুদ্ধের চেতনা টিভি

বরিশাল সিটির টাকা ছিলো সাদিকের “হরিলুটের বাতাসা”- মুক্তিযুদ্ধের চেতনা টিভি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

মেয়র খোকন
বরিশাল সিটির টাকা ছিল সাদিকের ‘হরিলুটের বাতাসা’

ইসরাইল আলাম বরিশাল প্রতিনিধি:;;;

বরিশাল-সিটির-টাকা-ছিল-সাদিকের-হরিলুটের-বাতাসাবরিশাল সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বর্তমান মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। কোলাজ: নিউজবাংলা

খোকন সেরনিয়াবাত বলেন, ‘নো ওয়ার্ক নো পে (কাজ নেই তো টাকাও নেই)। আমি মেয়র থাকাকালীন বিন্দুমাত্র দুর্নীতি কাউকে করতে দেব না। দুর্নীতির অণু-পরমাণু সব খুঁজে বের করা হচ্ছে। জনগণের প্রতিষ্ঠান যেভাবে চলা দরকার, ঠিক সেভাবেই চলবে।’
বরিশাল সিটি করপোরেশনের টাকা সদ্য বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ‘হরিলুটের বাতাসা’র মতো ছিটিয়েছেন বলে অভিযোগ করেছেন বর্তমান মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

মুক্তিযোদ্ধা চেতনা টিভিকে মঙ্গলবার দেয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

বরিশাল সিটির বর্তমান মেয়রের অভিযোগ, নিয়োগ ছাড়াই পাঁচ শতাধিক ব্যক্তিকে বেতন দিতেন সাদিক আবদুল্লাহ। এ ভগ্নদশা থেকে সিটি করপোরেশনকে সঠিক জায়গায় ফিরিয়ে আনতে চেষ্টা চালানো হচ্ছে। এরই মধ্যে নিয়োগ ছাড়া কয়েক মাসের বেতন নেয়া ১৩৯ জনকে সিটি করপোরেশন থেকে বরখাস্ত করা হয়েছে। আরও ৫১ জনের চাকরি স্থগিত করা হয়েছে।

চাকরিচ্যুত এসব ব্যক্তির অনেকে দাবি করছেন, কাজ করেও তারা বরখাস্তের শিকার হয়েছেন। সিটির কাউন্সিলররা বলছেন, সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ যাদের মৌখিক নিয়োগ দিয়েছিলেন, তাদের কাজই ছিল সারাদিন ঘোরাফেরা করা আর মাস শেষে বেতন নেয়া। অন্যদিকে সাদিক আবদুল্লাহর আমলে চাকরিচ্যুত হওয়া ৩১ কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহাল করেছেন মেয়র খোকন।

চলতি বছরের ১৪ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব নেন মেয়র খোকন সেরনিয়াবাত। এর এক মাস না যেতেই ৮ ডিসেম্বর দৈনিক মজুরিতে মৌখিক নিয়োগপ্রাপ্ত ১৩৯ কর্মচারীর নিয়োগ বাতিল করেছে তার পরিষদ। আর ৫১ জনের চাকরি স্থগিত করে তাদের বিষয়ে চালানো হচ্ছে তদন্ত।

এসব কর্মচারী সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিদায় নেয়ার এক মাস আগে মৌখিক নিয়োগ পেয়েছিলেন বলে দাবি সিটি করপোরেশনের একটি সূত্রের।

ওই সূত্রটি জানায়, সাদিক আবদুল্লাহ দায়িত্ব ছাড়ার এক মাস আগে প্রশাসনিক শাখা, হাটবাজার, পরিছন্নতা, বাণিজ্য ও জনসংযোগসহ বেশ কিছু শাখায় প্রায় ৩০০ জনকে নিয়োগ দেন। বরিশাল সিটি করপোরেশনের ২০টি শাখায় বর্তমানে তিন সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

এসব বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, নিয়োগ ছাড়াই অনেক মানুষকে বেতন দিয়ে দুর্নীতির পাহাড় গড়েছিলেন সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ। জনগণের টাকা লুটপাট করা হয়েছে। এটা লুটপাটের জায়গা নয়; জনগণের সেবার প্রতিষ্ঠান।

বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের অভিযোগ, খোকন যাদের বরখাস্ত করেছেন, তারা কোনো কাজই করতেন না। তারা ঘোরাফেরা করতেন আর মাস শেষে বেতন নিতেন। সাদিক আব্দুল্লাহর নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ নয়। এ ছাড়া বর্তমান মেয়র খোকন সেরনিয়াবাতকে বিতর্কিত করতে সাদিক আব্দুল্লাহর এই নিয়োগ প্রক্রিয়া একটি প্রচেষ্টা ছিল।

তার ভাষ্য, যাদের সাদিক আব্দুল্লাহ সিটি করপোরেশনের টাকায় বেতন দিতেন, তাদের দিয়ে নিজের বাসার কাজ করাতেন। বরিশালের জনগণ সাদিক আবদুল্লাহর নিয়োগকৃত কর্মচারীদের কারণে সমস্যায় ছিলেন।

বরিশালের সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, ‘সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ যা যা দুর্নীতি করছেন, তা এখন বের হচ্ছে। নিয়োগ ছাড়া বেতন দেয়া বিরাট অপরাধ। কেননা জনগণের ট্যাক্সের টাকা সাদিক আবদুল্লাহ নিজের লোকজনের মাঝে বিলিয়ে দেয়াটা জনগণকে ধোঁকা দেয়ার শামিল।

‘এমনিতেই যেখানে পাঁচ বছরে কোনো সরকারি বরাদ্দ দেয়া হয়নি, সেখানে জনগণের টাকায় চলা সিটি করপোরেশনের টাকা এভাবে অপচয় করাটা রাষ্ট্রীয়ভাবে তদন্ত করা উচিত। কত কোটি টাকা এভাবে সরানো হয়েছে, তার হিসাব জনগণের সামনে তুলে ধরার জন্য বর্তমান পরিষদের কাছে দাবি জানাচ্ছি।’

এদিকে চাকরিচ্যুতদের অভিযোগ, তারা সাদিক আবদুল্লাহর লোক হওয়ায় ক্ষোভে নতুন মেয়র নিয়োগ বাতিল করেছেন। বেতন বকেয়া আছে বলেও দাবি তাদের।

বরিশাল সিটি করপোরেশনের দুরাবস্থা দূর করে স্বচ্ছতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলে জানান মেয়র খোকন সেরনিয়াবাত। তার ভাষ্য, কাজ না করে বেতন নেয়ার সুযোগ পঞ্চম পরিষদ থেকে কেউ পাবেন না। কারও ব্যক্তি স্বার্থ দিয়ে করপোরেশন চলবে না।

খোকন সেরনিয়াবাত বলেন, ‘নো ওয়ার্ক নো পে (কাজ নেই তো টাকাও নেই)। আমি মেয়র থাকাকালীন বিন্দুমাত্র দুর্নীতি কাউকে করতে দেব না। দুর্নীতির অণু-পরমাণু সব খুঁজে বের করা হচ্ছে। জনগণের প্রতিষ্ঠান যেভাবে চলা দরকার, ঠিক সেভাবেই চলবে।

‘আমি যেখানে নিজে ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিস করি, তখন অন্য কারও ঘুরেফিরে বেতন নেয়ার সুযোগ নেই। দুর্নীতির স্বর্গরাজ্য করা হয়েছিল বরিশাল সিটি করপোরেশনকে। সেখান থেকে দুর্নীতি মুক্ত করা হচ্ছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির লালসা ঢুকিয়ে দেয়া হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘যাদের বরখাস্ত করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে ডাকা হয়েছিল। তাদের সঙ্গে কথা বলার পর জানতে পারি, তারা জানেই না যে, কোন শাখায় চাকরি করছেন। এমন অনেকে রয়েছে যে, তারা জানেই না যে, তাদের চাকরি হয়েছে করপোরেশনে।

‘এককথায় লুটপাট করা হয়েছে জনগণের টাকা। আমরা আরও কিছু ব্যক্তির তালিকা করছি, যারা নামমাত্র কর্মচারী সিটি করপোরেশনের। অচিরেই করপোরেশন আরও দুর্নীতিমুক্ত হওয়ার খবর বরিশালবাসী পাবে।’

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৫ অপরাহ্ণ
  • ১৯:৫৭ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102