শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা -দিঘলিয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন – মুক্তিযুদ্ধের চেতনা টিভি বাউফলে পৃথক ৩ মামলায় আসামি ৮২ জন- মুক্তিযুদ্ধের চেতনা টিভি বাউফলে খালেদা জিয়ার ফাঁসি দাবি করে বিএনপি নেতা ভাইরাল- মুক্তিযুদ্ধের চেতনা টিভি শাহজাদপুরে ভূমি অফিসে দূর্নীতি দমন ও ঘুষমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্র সমাজের অভিযান – মুক্তিযুদ্ধের চেতনা টিভি ফুলবাড়ীতে সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত – মুক্তিযুদ্ধের চেতনা টিভি সিরাজগঞ্জের শাহজাদপুরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সাথে গ্রামের সিনিয়র প্রতিনিধিগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত – মুক্তিযুদ্ধের চেতনা টিভি শাহজাদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের নেতৃত্বে হিন্দু পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়- মুক্তিযুদ্ধের চেতনা টিভি রাজশাহীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা অনুষ্ঠিত – মুক্তিযুদ্ধের চেতনা টিভি কোটা বাতিলের নামে স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর কিছু কথা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি নওগাঁয় বিস্কুট খেয়ে দুই শিশু কন্যার মৃত্যু- মুক্তিযুদ্ধের চেতনা টিভি

যশোরে ইচ্ছামত নিচ্ছে পেঁয়াজের দাম বাজার চলছে ব্যবসায়ীদের হাতে- মুক্তিযুদ্ধের চেতনা টিভি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

যশোরে ইচ্ছা মতো নিচ্ছে পেঁয়াজের দাম,বাজার চলছে ব্যবসায়ীদের হাতে।

মো: আরিফুল ইসলাম
“মুক্তিযুদ্ধেও চেতনা টিভি”
যশোর জেলা প্রতিনিধি,যশোর

যশোরে পেঁয়াজের বাজার চলছে ব্যবসায়ীদের ইচ্ছেই। প্রশাসনকে থোড়াইকেয়ার করছে এই সিন্ডিকেট। একই পেঁয়াজ একেকজন একেক দামে বিক্রি করছেন। যে যার মতো ক্রেতার পকেট কাটছেন। এ কারণে বাজারে ঢুকেই হোঁচট খাচ্ছেন ক্রেতা। হচ্ছেন হতাশ।
ক্ষুব্ধ ক্রেতাদের প্রশ্ন, ভ্রাম্যমাণ আদালত বাজারে প্রবেশ করার সাথে সাথে দাম কমে যায়, আবার বাজার থেকে বের হওয়ার সাথে সাথে দাম বেড়ে যায়।
ভারত আগামী মার্চ মাস পর্যন্ত রপ্তানি করবে না বলে ঘোষণা দেয়ার সাথে সাথে দেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠে। সেই আঁচ লাগে যশোরের বিভিন্ন বাজারে। এ নিয়ে মানুষের মধ্যে হৈচৈ শুরু হয়। অভিযোগ ওঠে, ব্যবসায়ীরা ইচ্ছেমতো দামে পেঁয়াজ বিক্রি করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযান চলাকালে সব ধরনের পেঁয়াজ খুচরা ১০০ টাকা কেজিতে বিক্রি হয়। ওইসময় বাজারে থাকা ক্রেতাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে। কিন্তু তাদের এই স্বস্তি বেশি সময় স্থায়ী হয়নি। দেশি কাঁচা পেঁয়াজ একেক দোকানে একেক দামে বিক্রি করেন যশোরের ব্যবসায়ীরা। হাটখোলা রোড ও বড়বাজারের পেঁয়াজের দোকানে সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশি কাঁচা পেঁয়াজ ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে, কোথাও কোথাও ৮০—৯০ টাকা কেজিতেও বিক্রি হতে দেখা যায়। ভারতীয় পেঁয়াজও একই দামে বিক্রি হয়। কিন্তু দাম কমেনি দেশি শুকনো পেঁয়াজে। যশোরের অধিকাংশ দোকানে শুকনো পেঁয়াজ বিক্রি হয় ১৬০ টাকায়। দু’একটি দোকানে ১৫০ টাকায়ও এই পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। যদিও সেই পেঁয়াজের মান তুলনামূলক কম।

দুপুরের পর বড় বাজারের একাধিক আড়তে গিয়ে কাউকে পাওয়া যায়নি। খুচরা বিক্রেতাদের কাছে কেনা রশিদ দেখতে চাইলে কেউই দেখাতে পারেননি। তবে, হাটখোলা রোডের নিউ আমিন এন্ড সন্সের মালিক বাদশা বলেন, ‘আজ পেঁয়াজ পাইকারি এবং খুচরা ৮০ টাকায় বিক্রি করছি। কেনা এবং বিক্রি রশিদ আছে।’
রশিদ নামে বড়বাজারের একজন খুচরা পেঁয়াজ বিক্রেতা বলেন, ‘ভাই আমাদের কাছে দাম জানতে আসেন কেন। আমরা যে রকম দামে কিনি সেইভাবে বিক্রি করি। পারলে ফড়িয়া—আড়তদারদের কাছে যান।’

হাটখোলা রোডের আলী নামে এক বিক্রেতার কাছে দাম জানতে চাইলে তিনি বলেন, ‘আজ কাঁচা পেঁয়াজ ৮০ টাকা কেজিতে বিক্রি করছি।’

সরেজমিনে দেখা যায়, এক দোকানে ১০০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হলেও তার ঠিক পাশের দোকানে বিক্রি হচ্ছে ৯০ টাকায়। আবার একই পেঁয়াজ কিছু দূরের কোনো দোকানে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ যেন ভেল্কিবাজি। একই মোকাম কিংবা আড়ৎ থেকে কেনা পেঁয়াজ কেন ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে—এমন প্রশ্নের উত্তর কোনো ব্যবসায়ীই দিতে পারেননি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102