যশোর শহরে সিটি কলেজ এলাকায় ট্রাকের সংঘর্ষে একজন নিহত।
মো: আরিফুল ইসলাম
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
যশোর জেলা প্রতিনিধি, যশোর
যশোর শহরে সিটি কলেজ মার্কেটের সামনে আনুমানিক রাত ১০টায়, একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মহিলা নিহত হয়েছে।
আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানা যায় ট্রাক বেপরোয়া গতিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ করে। এতে করে মোটরসাইকেল চালক গুরুতর আহত ও মোটরসাইকেল আরোহী ট্রাকে চাকার নিচে পড়ে একজন নারী নিহত হয়েছে।
নিহত নারী সিটি কলেজ পাড়া কলোনিতে বসবাস করে। পুলিশ ঘটনাস্থলে এসে লাশকে হাসপাতালে প্রেরণ করেন।