নির্বাচনী প্রচারণায় সরকারি নিষেধাজ্ঞা অবৈধ গাড়ি।
উন্নয়নের নামে হচ্ছে সরকারি
রাস্তার ক্ষতি।
মোঃজাহিদ হাসান রিন্টু।
ঝিনাইদহ প্রতিনিধি।
মুক্তিযুদ্ধের চেতনা টিভি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে,আজ তাং-২২/১২/২০২৩ইং রোজ শুক্রবার।
ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃনাসের শাহরিয়ার জাহেদী মহুল।
৩নং সাগান্না ইউনিয়নের ৮নং সাগান্না ওয়ার্ডে কিছু ইটের গুঁড়া ও রাবিস দিয়ে রাস্তার সংস্কার কাজে সহযোগিতা করছে, পাশাপাশি সাধারণ মানুষের কাছে মহৎ-দানবীর পরিচয়ের মাধ্যমে নিজ সতন্ত্র প্রতীক ঈগল মার্কার প্রচার-প্রচারণা করে চলেছে।
মুহুল সাহেবের ছোট ভাই ঝিনাইদহের বর্তমান পৌরসভার মেয়র মোঃনাসের শাহরিয়ার জাহেদী হিজল সাহেবের ইটের ভাটা মেসার্স কিংশুক ব্রিকস থেকে আজ কয়েকদিন ধরে কিংশুক ইটভাটার হিসাব রক্ষক,
সাগান্না বাসি
মোঃবশির উদ্দিন পোদ্দার এর নেতৃত্বে কিছু স্থানীয় প্রভাবশালী নেতা অবৈধ ট্রাকট্রর-টলির মাধ্যমে সরকারি ব্লোক রাস্তা এবং (এল জি ই ডি) নির্মিত রাস্তার ক্ষতি করছে।
রাস্তার উপর ইটের গুঁড়া ফেলে ফিনিশিং/ড্রেসিং না করেই চলে যাচ্ছে।
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
অবৈধ ট্রলির চালকের কাছে জানতে চাইলে,চালক বলে আমাদের কিংশুক ইটভাটায় বৈধ ট্রাক আছে, কিন্তু আজকে শুক্রবার রাস্তায় কোন হাইওয়ে পুলিশ নেই।
তাই সাগান্নার বশির উদ্দিন ভাই বলেছেন কোন সমস্যা নেই আমি আছি।
কি ভাবে এই অবৈধ ট্রাকট্রর-টলি গাড়িটি সেই ঝিনাইদহ থেকে আইনের চোখ ফাঁকি দিয়ে সাগান্নার বশির উদ্দিন ভাইয়ের নেতৃত্বে কিংশুক ব্রিকস থেকে ৮নং সাগান্না ওয়ার্ডে পৌঁছালো।