আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে,
নির্বাচনী আসন ঝিনাইদহ -২-তে
সতন্ত্র প্রার্থীর ঈগল প্রতিকের কর্মীদের চলছে ভিন্ন ধরনের কৌশল অবলম্বন।
মোঃ জাহিদ হাসান রিন্টু।
ঝিনাইদহ প্রতিনিধি ।
মুক্তিযুদ্ধের চেতনা টিভি।
কৌশল অবলম্বন করা ব্যাক্তির পরিচয়ঃ
মোঃবশির উদ্দিন পোদ্দার।
পিতাঃ-মৃত আলমাস পোদ্দার।
গ্রাম+পোস্টঃ-সাগান্না।
থানা+জেলাঃ-ঝিনাইদহ।
বর্তমান তিনি ঝিনাইদহ কিংশুক ব্রিকস্ /ভাটায়
কর্মরত আছেন।(ভাটার মালিক সতন্ত্র প্রার্থীর ভাই, পৌরসভার মেয়র মোঃনাসের শাহরিয়ার জাহেদী হিজল।)
#সচেতন শিক্ষিত নাগরিকরা বলেছেন সংস্কারের নামে রাস্তার ক্ষতি হচ্ছে।
#সাধারণ অশিক্ষিত/মূর্খ মানুষ ভাবছে রাস্তার সংস্কার ভালোই হচ্ছে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ট্রাক্টর-ট্রলিতে করে ইটের গুঁড়া ও রাবিস দিয়ে রাস্তার সংস্কার করার নামে করে চলেছে সরকারি রাস্তার ক্ষতি। গতকাল তাংঃ-২২/১২/২০২৩ইং রোজ শুক্রবার
বিকালে ঝিনাইদহ থানাধীন ৩নং সাগান্না ইউনিয়নের ৮নং সাগান্না ওয়ার্ডের কলপাড় পাড়ার মোড়ে কিংশুক ইটভাটার কর্মচারী সাগান্না বাসি মোঃবশির উদ্দিন পোদ্দার এর নেতৃত্বে কিছু স্থানীয় প্রভাবশালী ইটের গুঁড়া ও রাবিস ফেলে যায়। কিন্তু আজ
তাং ২৩/১২/২০২৩ইং রোজ শনিবার সকালেও সেই ইটের গুঁড়া তারা ফিনিশিং/ ড্রেসিং করে নাই। এতে সাধারণ পথচারী চলাচলের খুব সমস্যা হচ্ছে। হয়রানি হচ্ছে গ্রামের খেটে খাওয়া ভ্যান চালক গন।
ভ্যান চালক গন কোন প্রকার লোড/বোঝাই কৃত গাড়ি নিয়ে উক্ত ইটের গুঁড়ার উপর দিয়ে রাস্তা পার হতে পারছে না।এটা কি উন্নয়ন নাকি উন্নয়নের নামে সাধারণ মানুষকে হয়রানি।