সিলেট ৪ আসনের নৌকার মাঝি ইমরান আহমদের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
জেলা প্রতিনিধি: গোলাম সারওয়ার,সিলেট
সিলেটের গোয়াইনঘাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদ’র ডাকে ও নৌকা মার্কার সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আমির মিয়া স্কুল এন্ড কলেজ মাঠে পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন’র সঞ্চালনায় ও পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক
মোজাম্মেল হোসেন মেনন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
এর আগে বিভিন্ন এলাকায় পথ সভা করেন নৌকা মার্কার প্রার্থী ইমরান আহমদ।