বিশ্ব তানে প্রমিত উচ্চারণ আবৃত্তি বিষয়ক কর্মশালা ও সনদপত্র প্রদান।
অপসংস্কৃতি যুগে দেশীয় সংস্কৃতির চর্চায় শ্লোগানকে সামনে নিয়ে এগিয়ে চলা বিশ্বতান সংগঠন বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে প্রমিত উচ্চারণ ও আবৃত্তি বিষয়ক কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষক ছিলেন বিশ্বভরা প্রাণ এর প্রতিষ্ঠাতা সভাপতি দেশবরেণ্য আবৃত্তিশিল্পী জাহান বশীর।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও প্রধান আলোচক ছিলেন ছিলেন স্বদেশ আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক বাবু মিন্টু কুমার বড়ুয়া।
ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড।অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন এম. ডি মৌবনী বিশ্বাস ও আপ্যায়ন সম্পাদক রিতা সেন।
কর্মশালা অনুষ্ঠানে বিশ্বতান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহার পরিচালনায় সনদপত্র বিতরণ করা হয় শ্রেয়সী চৌধুরী, অদিতি রক্ষিত, সৈকত দাশ, সুখী দত্ত, পূর্বাষা দাস গুপ্তা, ব্রততী কর, অনন্যা চৌধুরী, জয়ন্ত সেন রুদ্র, মোহনা
দাস, তানিয়া নাসরিন রিয়া, আদি সাহা ওম, বিথী সিংহ, শ্রাবন্তী শুক্লা, প্রেমা চৌধুরী, রুমিতা ভৌমিক, আদ্রিমা পাল, নন্দিনী দত্ত, রাধিকা ও জীবন তাঁতি প্রমুখকে।