শীত
বাায়েজিদ রহমান জোয়ার্দার
শীতল হাওয়া বইছে ধীরে,
গরীব দুঃখী কাঁপছে নীড়ে।
বিহগ কুলে গান গেয়ে যায়,
রাত পোহানো আর দেরি নাই।
শিশির ঝরে গাছের ডালে,
টিপ টুপাটুপ টিনের চালে।
হাড় কাঁপানো সাতসকালে,
বইছে গাছি রসের ঠিলে।
শিশির বিন্দু দূর্বাঘাসে,
মুক্ত যেনো দুলছে তাতে।
শিশুরা সব উনুন পাশে,
পিঠা খায় আর মিষ্টি হাসে।
যুবক বৃদ্ধ উঠছে মেতে,
খেজুর রসের পায়েস খেতে।
পৌঢ়রা সব আগুন পোহায়,
কৃষাণ বধু রসটি জ্বালায়।
খেজুর গুড়ে মন ভরে যায়,
পুচকেরা সব গুড়-মুড়ি খায়।
শীতের মাঠে সব্জি ক্ষেতে,
কৃষক ভাইয়া উঠছে মেতে।