যশোর -৪ আসনে এনামুল হক বাবুলের প্রচারণা
মো:আরিফুল ইসলাম
**মুক্তিযুদ্ধের চেতনা টিভি **
যশোর জেলা প্রতিনিধি, যশোর
যশোর-৪ আসনে (অভয়নগর, বসুন্দিয়া ও বাঘারপাড়া) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেছেন, নৌকা প্রতীকে ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।
এতে দেশের উন্নয়ন হবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
এনামুল হক বাবুল বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী ও উন্নয়ন হবে। উন্নয়নের মাধ্যমে দেশকে আরও আধুনিকায়ন ও উন্নত দেশে রূপান্তরিত করা হবে।
এ আসনের প্রতিটি অঞ্চলের উন্নয়ন ঘটানো হবে। অবহেলিত ও বঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়ন করা হবে।