বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের নির্দেশক্রমে সাংগঠনিক সভা অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি: ঢাকা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জামুকা নিবন্ধনকৃত একমাত্র সংগঠন ।কোটা আন্দোলন থেকে শুরু করে দেশের সমগ্র জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানদের একত্রিত করে, বীর পরিবারের হয়ে দিনরাত ২৪ ঘন্টা কাজ করে চলেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
তারই সূত্র ধরে, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে আজকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের নির্দেশক্রমে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আজ বিকাল ৫ টায় কেন্দ্রীয় কার্যালয় কচুক্ষেত বাজারের সিরাজ মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সোলায়মান মিয়া। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান প্রিন্টুসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিব শফিকুল ইসলাম বাবু সংগঠনের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সোলায়মান মিয়া তার বক্তব্যে বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ তার শুরু থেকে বীর পরিবারের পাশে ছিলেন, আছে এবং থাকবে।কোটা আন্দোলন থেকে শুরু করে, দেশের প্রত্যকটা গুরুত্বপূর্ণ কাজে রাজপথে কথা বলেছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
আগামীতেও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বীর পরিবারের পাশে থাকবেন বলেও তিনি অঙ্গীকার করেন।