নোয়াখালীতে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূর আত্মহত্যা।
জেলা প্রতিনিধি, নোয়াখালী: মোঃ জাকির হোসেন
আজ ৩১ ডিসেম্বর ২০২৩ সকাল আনুমানিক ৬টায় নোয়াখালী জেলাধীন চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের মলংমুড়ী গ্রামের চৌকিদার বাড়িতে ফারজানা আক্তার নামে
এক গৃহবধূ পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে। তার স্বামীর নাম ফরিদ উদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, ফারজানা আক্তার ও ফরিদ উদ্দিনের মাঝে পারিবারিক কলহ প্রায় লেগে থাকতো।
এলাকাবাসী আরও জানান, তাদের ঝগড়া বিবাদ অনেকদিন যাবৎ ধরে চলে আসছে। কিন্তু হঠাৎ এমন কি হলো যে ফারজানা আক্তার আত্মহত্যা করলো তা এলাকাবাসী জানেন না।
স্থানীয় থানার কর্তব্যরত কর্মকর্তারা বিষয়টি খুজে দেখছেন বলে, অনেকে মুক্তিযুদ্ধের চেতনা টিভিকে জানায়।
লাশের ময়নাতদন্ত শেষ হলে, পুলিশ একশানে যাবে ঘঠনা উদঘাটনের জন্য।