ভূঞাপুরের আমিনুল ইসলাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে আয়োজিত হয়েছে পাঠ্যপুস্তক উৎসব ২০২৪।
জেলা প্রতিনিধি: খাইরুল বাশার, টাঙ্গাইল
প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) কেন্দ্রীয়ভাবে বই বিতরণ উৎসব করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বই উৎসব পালন করছে। তবে জাতীয় নির্বাচনের কারণে শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে বই উৎসব পালন করবে না।
স্থানীয়ভাবে জেলা ও উপজেলা প্রশাসন সংক্ষিপ্ত অনুষ্ঠান করে এবং বিদ্যালয়গুলোতে বই উৎসব পালন করছে।
সেই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর এলাকার বিরহাটীতে আমিনুল ইসলাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব ২০২৪ পালিত হয়েছে।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধানশিক্ষক আছিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই উৎসবে উপস্থিত ছিলেন ঘাটান্দি আলহাজ খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক আব্দুস সালাম।
আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারি শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, সাংবাদিক কামরান পারভেজ ইভান প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সকল শিক্ষার্থীদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দ নতুন বই তুলে দেন। বই পেয়ে শিক্ষার্থীরা অনেক অনেক আনন্দিত ও উচ্ছসিত।