সাভার ৩ নং ওয়ার্ড এ ঈগলের প্রচারণায় নেতৃত্বে জাহিদুল ইসলাম ফয়সাল সাবেক ছাত্রলীগ এর সফল আহব্বায়ক।
*মুক্তিযুদ্ধের চেতনা টিভি*
ফয়সাল আহমেদ
বিশেষ প্রতিনিধি ঢাকা জেলা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমে উঠেছে সাভার ও আশুলিয়ার নির্বাচন এর মাঠ। তালুকদার তৌহিদ জং মুরাদ এর ঈগল মার্কার প্রচারণা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সাবেক সাভার ছাত্রলীগ সফল আহব্বায়ক জাহিদুল ইসলাম ফয়সাল। প্রচারণামুখরে মেতে উঠেছে ঈগলের হাজারো মানুষ।
এসময় জাহিদুল ইসলাম ফয়সাল বলেন,আমার রাজনৈতিক জীবনের পথ চলা সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ এর হাত ধরে। আমার এই সফলতা আমার নেতা এমনকি অভিভাবক তার ই জন্য।
তালুকদার তৌহিদ জং মুরাদ সাভার ও আশুলিয়ার ভালোবাসার অভিভাবক। আমি ছোট্ট করে বলতে চাই তার নির্বাচনকে ঘিরে উঠান বৈঠক এ গণজোয়ার এ পরিণত হয়।এটাই ভালোবাসা ,বিনা স্বার্থে জনগন তার প্রত্যেকটা উঠান বৈঠক অংশগ্রহণ করে পাশে রয়েছে এর থেকে ভালোবাসা এর কিছু হতে পারে বলে আমার জানা নেই।
তিনি নৌকার সাবেক সংসদ সদস্য ছিলেন।কিন্তু এবার তিনি সতন্ত্র প্রদপার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
ভোটারদের উদ্দেশ্য বলেন,
আপনারা জানেন তালুকদার তৌহিদ জং মুরাদ ভালো মানুষ।তাই আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীক এ আপনার মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন আর আপনাদের পাশে থেকে সকলের সেবা করার সুযোগ দিবেন।
আমি আশাকরি সাভার কে আধুনিক করার লক্ষে তালুকদার তৌহিদ জং এর মার্কা ঈগল এ ভোট দিয়ে বিপুল ভোট এ আপনারা তাকেই জয় যুক্ত করবেন।