যশোরে ঈগলের অফিসের সামনে বোমা হামলার সময় হাতে নাতে আটক মিরাজুল
মো:আরিফুল ইসলাম
**মুক্তিযোদ্ধা চেতনা টিভি **
যশোর জেলা প্রতিনিধি, যশোর।
বকচার এল মার্কেটের সামনে,
ঈগল অফিসে বোম মারার পরিকল্পনা চলছিলো। দুর্বৃত্তরা বোম মারার জন্য সর্বদায় প্রস্তুত ছিল। নির্বাচনকে সামনে রেখে এ চক্রকারীরা নাশকতার সৃষ্টি করতে যায়।
তার মধ্যে মিরাজুল নামে বোমা বিস্ফোরণকারী ব্যক্তিকে স্থানীয়রা আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ এর জন্য ঈগলের অফিসের ভিতরে নিয়ে যায়।
স্থানীয় লোকজনেরা সবাই মিলে প্রশ্নবদ্ধ করেন। এতে করে সে কিছুতেই স্বীকার করতে চায় না। সে বলে আমি বাসায় যাচ্ছিলাম।
তারপর তার পকেট ও শরীর খোঁজ করে ককটেল পাওয়া যায়। এতে করে সকলে ভয়ে পুলিশকে খবর দেয়। হাতেনাতে তাকে ককটেল বেস্ফোরণের জন্য আটক করা হয়।
একটুর জন্য রক্ষা পায় অফিসের ভিতরে থাকা লোকজন। নাশকতা সৃষ্টিকারীকে ধরিয়ে দিন পুলিশ এ সকল কথা সকলের সামনে বলেন। সকলকে নিরাপদে ও সতর্কতার সহিত থাকতে বলা হয়।
মিরাজুল এলাকার বাসিন্দা। পূর্বেও ককটেল বিস্ফোরণ করেছে এই যুবক। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।