#শোক_সংবাদ
চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার মালিক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক মারা গেছেন। (ইন্না লিল্লাহি….. রাজেউন)।
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা এবং চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার প্রকাশক জ্যেষ্ঠ সাংবাদিক এ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক মারা গেছেন।
অদ্য ৯ জানুয়ারী ২০২৪ ইং সকাল সাড়ে ৮টার পর শহরের টাউন মাঠের অপর পাশে অবস্থিত নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’ছেলে-মেয়ে রেখে গেছেন। সর্বশেষ ডিউক ভাইয়ের সঙ্গে গত ২৩ ডিসেম্বর’২৩ শনিবার সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় দেখা হয়।চুয়াডাঙ্গার অভিভাবক চলে গেলেন…
গ্রাম ছেড়ে শহুরে সাংবাদিকতায় যিনি ছায়ার মতো আগলে রাখতেন । এক দমকা হাওয়া সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন তিনি।
আমাদের অভিভাবক, মুরুব্বি, পিতৃতুল্য এড. তছিরুল আলম মালিক ডিউক আজ চলে গেলেন।
আকাশ খবর পত্রিকায় সম্পাদক ও প্রকাশক হিসেবে তাঁর শাসন, উপদেশ মনে থাকবে সারা জীবন।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।