রাজশাহী জেলার তানোর গোদাগাড়ী উপজেলার আসনে নায়িকা মাহিয়া মাহি ভোটে দাঁড়ানোর পরেই ট্রলের মত কিছু ঘটনা
রাজশাহী প্রতিনিধি
বর্তমানে সামাজিক যোগাযোগ
মাধ্যমে মাহিয়া মাহিকে নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকেই ঠাট্টা করে বিভিন্ন ছবি, ভিডিও বানিয়ে পোস্ট
করছেন মাহিকে নিয়ে। বিষয়গুলো নজরে এসেছে এই তারকার।
এ প্রসঙ্গে মাহি বলেন, ‘ট্রল তো নিয়মিতই আমার সঙ্গে। এগুলো নিয়ে নতুন করে আর কী বলব।
শুধু একটা কথাই বলব, মানুষকে এভাবে ট্রল করা ঠিক নয়। একটা মেয়ে হয়ে আমি নির্বাচন করেছি।
যারা বিভিন্নভাবে ট্রল করছেন তাদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘এভাবে কাউকে ট্রল করবেন না, প্লিজ।
আপনাদের কাছের কেউ নির্বাচন করলে বুঝতে পারবেন এটা কতটা কঠিন।
৯/১/২০২৪