সাবেক যোগাযোগ মন্ত্রী এম. মতিউর রহমান এর মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত।
কাউখালী উপজেলা প্রতিনিধি।শেখ মনোয়ারা আক্তার মৌসুমী
পিরোজপুরের কাউখালিতে বৃহস্পতিবার(১১ ই জানুয়ারী) সকাল ১১ ঘটিকায়, এম. মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজে,(সাবেক জয়কুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ) সাবেক যোগাযোগ মন্ত্রী এম. মতিউর রহমান এর মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব এম. ফাইজুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ মাহামুদুর রহমান, মোঃ মেহেদী হাসান, প্রভাষক মোঃ রিয়াজ হোসেন প্রমুখ।
বক্তারা মরহুম এম. মতিউর রহমান এর স্মৃতিচারণ করে বলেন, তিনি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী ও বানিজ্য সচিব ছিলেন,আমরা তার অবদানের কথা কখনও ভূলতে পারবো না।
২০১৮ সালের ৯ই জানুয়ারী আমরা কাউখালী তথা দক্ষিণ অঞ্চলের একজন অভিভাবককে হারালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জনাব নার্গিজ রহমান, সাবেক জয়কুল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুয়াল
হোসেন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য শেষে মরহুম এম. মতিউর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে,
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোঃ নুরুজ্জামান খান পলাশ।