চুয়াডাঙ্গা দামুড়হুদার_সদাবরি_কৃষকেরলাউয়ের_ক্ষেতে_দুর্বৃত্তের_হানা
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা দামুড়হুদা সদবাদি কৃষকের লাউয়ের ক্ষেতে দুর্বৃত্তের হানা
অদ্য ১৩ ই জানুয়ারি ২৪ইং শনিবার রাতে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের মাঠে মৃত সিরাজুল ইসলাম বিশ্বাসের ছেলে,তোফাজ্জেল বিশ্বাসের ২বিঘা
জমির ফলন্ত সমস্ত লাউ গাছ রাতের আধারে দুর্বৃত্তরা কে বা কাহারা কেটে দিয়ে গেছে।
মাঠের ফসলি আবাদের উপর প্রায় আঘাত হানছে একটি কুচক্রী মহল।
রাতের আঁধারে একের পর এক কেটে ফেলা হচ্ছে ফলন্ত সবজি গাছ ও চারা গাছ,হে আল্লাহ এই দুর্বৃত্তদেরকে তুমি ঈমান
দাও অথবা চিরতরে ধ্বংস করে দাও এবং ক্ষতিগ্রস্ত কৃষককে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।