যশোরে শীতে ভোগান্তি সাধারণ মানুষের।
মো:আরিফুল ইসলাম
**মুক্তিযুদ্ধের চেতনা টিভি **
যশোর জেলা প্রতিনিধি, যশোর।
যশোরে আজ ১০.৬ ডিগ্রি তাপমাত্রা, হঠাৎ করেই শীত জেকে বসেছে যশোরে। গত ২-৩ দিন আগে আবহাওয়াবিদরা জানিয়েছিল যশোরে এবং উত্তরবঙ্গে প্রচন্ড পরিমানে শীত বা ঠান্ডা আবহাওয়া প্রবাহ হবে। তারপর থেকেই গত শুক্রবার দিবাগত রাত থেকেই যশোরে এবং আশপাশের এলাকা থেকে খোঁজ পাওয়া যায় শীত অনেক বেশি।
কুয়াশা চাদরে ঢাকা প্রায় প্রত্যেকটা দিনের সকাল। হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। গ্রামের স্বাভাবিক জীবন যাপন অনেকটা অস্বাভাবিক হয়ে উঠেছে। রোগ বালাই দেখা দিচ্ছে। ঠান্ডা জ্বর সর্দি বেড়েই চলেছে। এতে করে কষ্ট পোহাতে হচ্ছে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত। আবহাওয়াবিদরা জানায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি হতে পারে।
এতে করে নিম্নচাপের সম্ভাবনাও আছে। যশোরের পাশের জেলা সাতক্ষীরায় জানা যায় ৯ ডিগ্রি তাপমাত্রা। স্বাভাবিক মানুষেরা বাহিরে কম বের হচ্ছে। এতে করে ব্যবসায়ীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শীত বস্ত্র বিক্রয়ের দোকানে প্রতিনিয়ত ভিড় দেখা যাচ্ছে।
শহরের মানুষেরা জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে শরীরকে গরম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমন দৃশ্য দেখা যায় যশোর বিআরটিএ অফিসের সামনে।উত্তরবঙ্গের দিনাজপুরের পর সর্বনিম্ন তাপমাত্রা যশোর সহ আশপাশের জেলাগুলোতে।
আবহাওয়ার এ পরিস্থিতিতে সকলকে নিরাপদে ও সুস্থ থাকার পরামর্শ দেন চিকিৎসা বিদরা।