যশোরে স্বাস্থ্য বিভাগের অভিযান ও আধুনিক হাসপাতাল সিলগালাসহ ৩টি ক্লিনিকে জরিমানা।
মো: ফিরোজ আহম্মেদ তালিব : যশোর।
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
যশোরে স্বাস্থ্যসেবার নামে প্রতারণার অভিযোগে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আধুনিক হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। এসময় তারা ক্লিনিকগুলোর নানা অনিয়ম হাতেনাতে ধরে জরিমানা করে ও সিলগালা করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে র্যাবসহ প্রশাসনিক সহযোগিতায় শহরের বিভিন্ন ক্লিনিকে অভিযান চালানো হয়।
এসময় নানা অনিয়মের অভিযোগে আধুনিক হাসপাতাল সিলগালা করে দেওয়া হয় ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জেনেসিস হাসাপাতালকে সতর্ক করা হয় এবং হাসিনা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন, র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি তানভির ফয়সাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদসহ র্যাব এবং পুলিশ সদস্যরা।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এবং আস্তে আস্তে সকল ক্লিনিককে অনিয়মের অভিযোগ পেলে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন।