যশোরের অতিরিক্ত দায়রা ও জজ আদালতের বিচারক শিমুল বিশ্বাস অসুস্থ।
মো: ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস শুক্রবার সনধ্যায় গুরুতর অসুস্থ হয়ে কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাতে তাকে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছিল বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।
সূত্র জানায়, শিমুল কুমার বিশ্বাস শুক্রবার সন্ধ্যায় বাড়িতে বাথরুমে পড়ে যাওয়ার পর মাইনর স্টোকে আক্রান্ত হন। এসময় তিনি অচেতন হয়ে নিচে পড়ে যান এবং তার মাথার একপাশে ফেটে যায় ।
প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন, তার মাথার এক অংশে পাঁচটি সেলাই লেগেছে।
এছাড়া মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।