বিদেশীরা সুর পাল্টাচ্ছে, এমপি বাবুল।
মো:আরিফুল ইসলাম
যশোর জেলা প্রতিনিধি,যশোর।
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেছেন, ‘আজকের এই বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের ফসল।
তার নেতৃত্বে আমরা নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। বিদেশি শক্তির কাছে বাংলাদেশ আওয়ামী লীগ মাথা নত করেনি। যারা এতদিন এ সরকারের বিরোধিতা করেছে তারা আস্তে আস্তে সুর পাল্টে ফেলেছে, তাদের সুর নরম হয়ে এসেছে।
সবাই এখন শেখ হাসিনার সরকারের সাথে কাজ করতে চায়।’
শনিবার বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনোত্তর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি বাবুল বলেন, অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া এলাকা থেকে মাদক নির্মুল করতে সবাইকে সোচ্চার হতে হবে। অভয়নগর উপজেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্তর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব।
আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আহাদুর রহমান মামুন, কাউন্সিলর বিপুল শেখ, আ. সালাম, মোস্তফা কামাল ও জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, আমির গোলদার, নজরুল ইসলাম সরদার, সাবেক কাউন্সিলর
আব্দুল গফফার, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবু সরদার এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত।