ইতিহাসের সাথে কথোপকথন,
ইতিহাস ডিপার্টমেন্ট, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর।
মো: ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
আজ ২১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ (রবিবার) সকাল ৯টায় ইতিহাস ডিপার্টমেন্ট এ স্মার্ট ক্লাসরুমে ইতিহাস বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের সম্মিলিত ক্লাস অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক
অধ্যাপক, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, একুশে পদকপ্রাপ্ত ইতিহাসবিদ এবং চেয়ার অধ্যাপক, বঙ্গবন্ধু চেয়ার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন স্যার ।
ড. সৈয়দ আনোয়ার হোসেন স্যার কে ফুল দিয়ে বরণ করে নেন ইতিহাস বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা..।
আজকের ক্লাসটি সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে পারে।
এমন অসাধারণ উদ্যোগ গ্রহণের জন্য অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার মহোদয়ের কাছে ইতিহাস বিভাগ কৃতজ্ঞ।