মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গা সদর আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদ শীর্ষক চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধার জমি মিথ্যা প্রচারণার মাধ্যমে দখলের পাঁয়তারা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু – মুক্তিযুদ্ধের চেতনা টিভি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বাবু বিজন কুমার বড়ুয়ার উপর সম্পত্তির বিরোধের জেরে হামলা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এমপি আব্দুর রউফকে সংবর্ধনা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি নির্বাচন প্রথমধাপে উপজেলায় ভোট পড়েছে ৩৬.১শতাংশ;ইসি – মুক্তিযুদ্ধের চেতনা টিভি নির্বাচনে ঝিনাইদহ সদরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি টাঙ্গাইলে উপজেলা চেয়ারম্যান পদে সাবেক কৃষিমন্ত্রীর মামাতো -খালাতো দুই ভাইয়ের পরাজয় – মুক্তিযুদ্ধের চেতনা টিভি চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণের সময় বিমানে আগুন – মুক্তিযুদ্ধের চেতনা টিভি ব্রাহ্মণবাড়িয়ায় দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদণ্ড – মুক্তিযুদ্ধের চেতনা টিভি

খাজুরাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন এমপি বাবুল – মুক্তিযুদ্ধের চেতনা টিভি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

খাজুরাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন বাবুল

মো:আরিফুল ইসলাম
জেলা প্রতিনিধি যশোর।

শীতের দুপুর গড়িয়ে প্রায় বিকেল। তখনো কুয়াশা ও সূর্যের লুকোচুরি খেলা। কলেজ চত্বরে সমবেত হয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সবার হাতে ফুল। সদ্য নির্বাচিত এমপিকে বরণ করে নেয়ার অপেক্ষা। হঠাৎ দেখা মিললো যশোর-মাগুরা মহাসড়ক দলীয় নেতাকর্মীদের বিশাল এক শোডাউন। তিনি আসলেন, নিলেন অভিনন্দন ও শুভেচ্ছা। হলেন সংবর্ধিত।
যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক বাবুলকে সংবর্ধনা দিতে সোমবার বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা কলেজে ছিলো এমন উৎসবের আমেজ। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল করিম খান জামান।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি এনামুল হক বাবুল বলেন, ‘তোমাদের আলোকিত মানুষ হতে হবে। আমরা কোথায় বাস করছি এটা কোনো বিষয় নয়, বাড়ি যেখানেই হোক না কেন আমাদের যদি ভিশন থাকে তবে সব কিছু জয় করতে পারব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি আমরা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী। সহকারী অধ্যাপক আবু সাঈদের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ তরিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, জামদিয়া ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, বন্দবিলার সাবেক চেয়ারম্যান শওকত হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, উপজেলা আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী, বৃহত্তর খাজুরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জয়, যুবনেতা মাসুম রেজা খান এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল।

এর আগে সকাল খাজুরা বাজারে বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগ, গাইদঘাট বাজারে আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, বন্দবিলা বাজারে এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সাদীপুর বাজারে নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত পৃথক পথসভায় সংক্ষিপ্ত বক্তৃতা করেন সংসদ সদস্য এনামুল হক বাবুল। এ সময় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষজন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৫ অপরাহ্ণ
  • ১৯:৫৭ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102