যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট ঘোষণা
মো: ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট ঘোষণা হয়েছে। মঙ্গলবার ২৩ জানুয়ারি এই বাজেট ঘোষণা করা হয়। এবারের বাজেটে সম্ভাব্য আয় ৫ কোটি ৮০ লাখ ৩০ হাজার ও ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ১৬০ টাকা। বাজেটে এবার কোনো কিছুর দাম বৃদ্ধি করা হয়নি।
এবছরও আগের দাম ৬০০ টাকায় ওকালতনামা ও জামিননামা ১২৫ টাকায় পাওয়া যাবে। সম্ভাব্য আয় থেকে ব্যয় বাদ দিয়ে বছর শেষে ২ কোটি ৪ লাখ ৬৯ হাজার ৮৪০ টাকা উদ্বৃত্ত থাকবে বলা হয় বাজেট সভায়।
সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট।
উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, মাহাবুব আলম বাচ্চু, মোহাম্মদ ইসহক, শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, কাজী ফরিদুল ইসলাম, মশিয়ার রহমান, রফিকুর ইসলাম পিটু, এমএ গফুর, আরএম মইনুল হক খান ময়না, সোহেল শামীম, আমিনুরর রহমান, আমিনুর রহমান হীরু, লতিফুর রহমান খোকন, খালেদ হাসান জিউস, স্বপন কুমার ভদ্র, হাদিউজ্জামান প্রমুখ।
সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন। সভায় সবার সম্মতিতে সিনিয়র আইনজীবী সিরাজুল ইসলামকে অডিটর ও মহসিন আলী, তজমিলুর রহমান সরদার স্বপন ও সোহেল শামীমকে বাছায় কমিটির সদস্য মনোনীত করা হয়।