সরকারি এমএম কলেজে মাইকেল মধুসূদন এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
মহাকবি মাইকেল মধুসূদনের সাহিত্য রুচি ছিল আধুনিক : এমপি নাবিল
মো: ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সময়কালে তিনিই ছিলেন সবচেয়ে আধুনিক মানুষ। তার পড়াশোনা, সাহিত্য ও রুচি সবকিছুই ছিল আধুনিক।
বৃহস্পতিবার দুপুরে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম কলেজ) কলেজ মাঠে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দুইশ’ বছর আগে যখন আমরা ফিরে যাবো, দেখবো ‘বেঙ্গল রেনেসাঁ’। তখন সেটি ছিল সেই সময়কার আধুনিকতা। বিভিন্ন সময় বিভিন্ন দেশে আধুনিকতা আসে। বর্তমানে আমরা আধুনিকতা বলতে বুঝি– ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি-আইসিটি, তথ্য-প্রযুক্তিসহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই।
এর সঙ্গে যদি বায়োটেকনোলজি, মহাকাশ বা বিভিন্ন ধরনের গবেষণার কথা বলি, সব ক্ষেত্রে প্রধান উপাদান হচ্ছে শিক্ষা। আর এই বঙ্গে শিক্ষার পীঠস্থান হচ্ছে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ। যার নামকরণ করা হয়েছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে। তিনি আমাদের যশোর জেলার কৃতী সন্তান