কামারখন্দে বালু ভর্তি ট্রাকের নিচে পড়ে কিশোরের মৃত্যু
বিশেষ প্রতিনিধি : মোঃ ইলিয়াস সরকার
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
সিরাজগঞ্জ কামারখন্দে বালু ভর্তি ট্রাক উল্টে বালুর নিচে চাপা পড়ে আসিফ ১৩ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে
রবিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কয়েলগাঁতী পশ্চিম পাড়া এ ঘটনা ঘটে নিহত আসিফ কয়েলগাঁতি গ্রামের মোঃ শাহীনের ছেলে
স্থানীয়রা জানান কয়েলগাঁতী গ্রামের বিভিন্ন বাড়িতে নির্মাণ কাজের জন্য পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ থেকে ট্রাকে বালু আনা হয়, রবিবার বিকালে বালু ফেলে খালি ট্রাক যাওয়ার পথে আসিফ সহ আরো তিন জন কিশোর ট্রাকে উঠে পড়ে। একই ভাবে বালু ভর্তি করার পর বালুর ওপরে উঠে বাড়ির দিকে আসতে থাকে আসিফ।
বাড়ি পাওয়ার কিছু দূর আগে ট্রাকটি পৌঁছালে বালু ভর্তির ট্রাকটি সড়কের নিচে খাদে উল্টে যায় এতে বালুর নিচে চাপা পড়ে আসিফ এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ও পুলিশ তার মরদের উদ্ধার করে ।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শহিদুল ইসলাম জানান, বালু ভর্তি ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে বালুর নিচ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে
কামাখন্দ থানার উপ-পরিদর্শক ( এস আই ) আব্দুল মতিন জানান, এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় চালকও হেল্পার পালাতক রয়েছে