যশোরে সোলায়মান হত্যায় ৫ জনের নামে মামলা, আটক নেই
মো: ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় ট্রাভেল কর্মী সোলায়মান হক (৩০) হত্যার ঘটনায় কোতায়ালি থানায় মামলা হয়েছে। মামলায় ৫জনের নামে উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী আসমা খাতুন। তবে আসামিদের নাম জানাতে পারেনি পুলিশ।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম চৌধুরী বলেছেন, নিহতের স্ত্রী আসমা খাতুন ৫জনের নামে একটি মামলা করেছেন। তবে তিনি আসামিদের নাম পরিচয় জানাননি।
এলাকার একটি সূত্র জানিয়েছে, এই মামলায় আরাফাত ও মেহেদী হাসানের নাম রয়েছে। কারণ হত্যার মূল আসামি এই দুইজন। নিহত সোলায়মান তাদের টিবি ক্লিনিক এলাকা থেকে ধাওয়া করে ষষ্টিতলা পাড়ার রেলবাজার রোডে নিয়ে যায়।
সেখানেই সোলায়মানকে একা পেয়ে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছে।
গত ২৬ জানুয়ারি সোলায়মানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এদিকে এই মামলায় কাউকে আটক করা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন জানিয়েছেন, আসামি আটকের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এই হত্যার পেছনে কী কারণ তা পুলিশ তদন্ত করছে।