মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গা সদর আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদ শীর্ষক চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধার জমি মিথ্যা প্রচারণার মাধ্যমে দখলের পাঁয়তারা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু – মুক্তিযুদ্ধের চেতনা টিভি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বাবু বিজন কুমার বড়ুয়ার উপর সম্পত্তির বিরোধের জেরে হামলা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এমপি আব্দুর রউফকে সংবর্ধনা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি নির্বাচন প্রথমধাপে উপজেলায় ভোট পড়েছে ৩৬.১শতাংশ;ইসি – মুক্তিযুদ্ধের চেতনা টিভি নির্বাচনে ঝিনাইদহ সদরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি টাঙ্গাইলে উপজেলা চেয়ারম্যান পদে সাবেক কৃষিমন্ত্রীর মামাতো -খালাতো দুই ভাইয়ের পরাজয় – মুক্তিযুদ্ধের চেতনা টিভি চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণের সময় বিমানে আগুন – মুক্তিযুদ্ধের চেতনা টিভি ব্রাহ্মণবাড়িয়ায় দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদণ্ড – মুক্তিযুদ্ধের চেতনা টিভি

যশোরে হলুদ পিংক ফুলকপি চাষ করে সাড়া ফেলেছেন সাকিন- মুক্তিযুদ্ধের চেতনা টিভি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

যশোরে হলুদ পিংক ফুলকপি চাষ করে সাড়া ফেলেছেন সাকিন
মো:আরিফুল ইসলাম
যশোর জেলা প্রতিনিধি।
যশোর চুড়ামনকাটি বেশ ফুলকপি চাষ হয়। কিন্তু রঙিন ফুলকপি চাষ করতে আগ্রহ দেখাচ্ছিলেন না কোনো কৃষক। তাদের আশঙ্কা ছিলো, মানুষ এগুলো খাবে না, চাষ করে লোকসান হবে। কিন্তু সাহস দেখালেন কৃষক সাকিন হোসেন। গত বছর প্রথমবারের মতো ব্যতিক্রমী এ ফসলের চাষে হাত দেন তিনি।

প্রথমবারেই সফল। এবার তাই আগেরবারের চেয়ে বেশি জমিতে রঙিন ফুলকপি চাষ করেন। যথারীতি এবারও লাভবান। সাকিন হোসেনের সফলতায় এ প্রজাতির ফুলকপির চাষে এখন আগ্রহী অন্য অনেক কৃষক।
উপজেলা কৃষি অফিসার হাসান আলী জানান, চলতি বছরে যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নের ২৮০ হেক্টর জমিতে ফুলকপির আবাদ করা হয়েছে।

এর মধ্যে চুড়ামনকাটি ইউনিয়ন ও হৈবতপুর ইউনিয়ন এলাকার ২ হেক্টর জমিতে রঙিন ফুলকপির আবাদ করা হয়েছে। ‘ভ্যালেন্টিনা পিংক ও ক্যারোটিনা ইয়েলো জাত দুটি ভারতীয়। যশোর সদরে দুই হেক্টর জমিতে এই জাতের ফুলকপি চাষ হয়েছে। পুষ্টিগুণসমৃদ্ধ এই কপিতে প্রচুর ক্যারোটিন ও আয়রন আছে। এ ছাড়া এই সবজির দাম বেশি হওয়ায় অল্প জমিতে চাষাবাদ করে কৃষকরা লাভবানও হতে পারেন সহজে।

২৮ জানুয়ারি চুড়ামনকাটি মাঠে গিয়ে দেখা যায় সবুজ পাতার আড়ালে ফুটে আছে কয়েকশ’ রঙিন ফুলকপি। এর মধ্যে সবচেয়ে বেশি ভ্যালেন্টিনা পিংক অর্থাৎ গোলাপি রঙের কপি। পাশাপাশি দেখা গেল ছোট আকারের অর্ধশতাধিক ক্যারোটিনা ইয়েলো অর্থাৎ হলুদ কপি। পাতার আড়ালে লুকিয়ে আছে এই ফুলকপি, যা দেখতে ভীড় করছে উৎসুক জনতা ও এলাকাবাসী।
গত বছরের মাঝামাঝিতে ভারত থেকে ভ্যালেন্টিনা পিংক ও ক্যারোটিনা ইয়েলো জাতের ফুলকপির বীজ এনেছেন বলে জানালেন সাকিন হোসেন। তিনি বলেন, ‘প্রতিটি প্যাকেটে ৫০০ পিস বীজ থাকে, প্রতিটি প্যাকেটের দাম পড়েছে এক হাজার ১০০ টাকা। তিন হাজার বীজ এনেছিলাম।

দুই হাজার ভ্যালেন্টিনা ও এক হাজার ক্যারোটিনা বীজ রেখে চারা উৎপাদন করেছি
উপসহকারী কৃষি কর্মকর্তা তরুন বিশ্বাস জানান, রঙিন ফুলকপি চাষে রোগবালাই কম হয়। জৈব উপায়ে এই ফুলকপিতে আসা পোকামাকড় দমন করা যায়। ফলে কৃষককে বাড়তি কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না।

রঙিন ফুলকপি এবং সাদা ফুলকপির মধ্যে পার্থক্য শুধু বীজে। চাষের পদ্ধতির অন্য সব প্রক্রিয়া একই। কিন্তু বাজারে দাম সাদা ফুলকপির তুলনায় প্রতিটিতে ২০ থেকে ২৫ টাকা বেশি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৫ অপরাহ্ণ
  • ১৯:৫৭ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102