আব্দুর রাজ্জাক কলেজে আন্তঃহাউস ও আন্তঃবিভাগ বার্ষিক ক্রীড়ার উদ্বোধন
মো: ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
যশোরে ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে মঙ্গলবার ২১তম আন্তঃহাউস ও ৫ম আন্তঃবিভাগ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সকালে কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর।
অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, গভর্নিং বডির সদস্য আবু মুসা মধু, শিক্ষক প্রতিনিধি জসিম উদ্দীন, মনিরুজ্জামান, তরফদার কায়সার পারভীনসহ শিক্ষকবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক ধ্রুব জ্যোতি দে। আজ ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী হবে।