কুমিল্লা-নোয়াখালী সড়ক এখনো দুই লেনেঃ
মোঃ জাকির হোসেন মনু
বিশেষ প্রতিনিধি (নোয়াখালী)
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রকল্প গত জুনে শেষ হলেও প্রায় আট কিলোমিটার অংশে এখনও দুই লেন রয়ে গেছে। এতে আগের মতো যানজট লেগে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা দক্ষিণ অংশের প্রায় এক কোটি মানুষ রাজধানী ঢাকা ও সিলেটে সড়কপথে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াতের জন্য নোয়াখালী-লাকসাম-কুমিল্লা (পদুয়ারবাজার বিশ্বরোড) পর্যন্ত সড়কের লাকসাম ও বাগমারা বাজার দুটির বাইরে দিয়ে নতুন অ্যালাইনমেন্টে চার লেনের সড়ক নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থার কাছে দাবি জানিয়ে আসছে।
সওজ সূত্রে জানা যায়, জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পের শুরু থেকে ৫৯ কিলোমিটারের মধ্যে কুমিল্লা অংশে লাকসাম উপজেলার দৌলতগঞ্জ বাজারের (বাইপাস এলাকা) ৪.৫ কিলোমিটার, লালমাই উপজেলার শানিচোঁ এলাকার ১.৮ কিলোমিটার ও বাগমারা বাজার এলাকার ১.৬ কিলোমিটার স্থানে প্রকল্পের কাজ আটকে যায়।
বর্তমানে ওই ৭.৯ কিলোমিটার অংশে আগের মতো দুই লেনে যানবাহন চলাচল করছে। এতে মহাসড়কের কুমিল্লা অংশের লালমাইয়ের বাগমারা বাজার, শানিচোঁ বাজার ও লাকসামের দৌলতগঞ্জ বাজার এলাকায় (বাইপাস এলাকা) প্রতিনিয়ত যানজট লেগে দুর্ভোগ পোহাচ্ছে এ পথে যাতায়াতকারী হাজার হাজার মানুষ।
বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু লাকসাম বাজার এবং বাগমারা বাজার, চন্দনা, শানিচোঁ অংশের চার লেনের সড়ক নির্মাণের অগ্রগতি নেই কেন?
বৃহত্তর নোয়াখালী, ভোলা, চাঁদপুর ও কুমিল্লা দক্ষিণ অংশের প্রায় এক কোটি মানুষের রাজধানী ঢাকা ও সিলেট রুটে যাতায়াতের এই প্রধান সড়কটির চারটি স্পটের প্রায় আট কিলোমিটার অংশ চার লেনে উন্নীতকরণের কাজ বন্ধ করে মানুষকে বছরের পর বছর ভোগান্তির মধ্যে রাখা হচ্ছে।
নোয়াখালী (চৌমুহনী চৌরাস্তা) থেকে শুরু করে লাকসাম হয়ে কুমিল্লা (পদুয়ারবাজার বিশ্বরোড) পর্যন্ত সড়কটি এখনও তিনটি আঞ্চলিক মহাসড়কের আইডিতে বিভক্ত।
নোয়াখালী-লাকসাম-কুমিল্লা (পদুয়ারবাজার বিশ্বরোড) পর্যন্ত সড়কটিকে আঞ্চলিক মহাসড়ক থেকে জাতীয় মহাসড়কে উন্নীত করে নোয়াখালী-কুমিল্লা জাতীয় মহাসড়ক নামে একটি আইডিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে সড়কবিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন।
এ অবস্থায় কালবিলম্ব না করে লাকসাম ও বাগমারা বাজারের বাইরে দিয়ে নতুন চার লেনের সড়ক নির্মাণ করা হোক। তাহলে নোয়াখালী থেকে কুমিল্লা পর্যন্ত এই সড়ক দিয়ে যাতায়াতের ক্ষেত্রে মানুষ চার লেনের সড়কের সুফল পাবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।