সিংড়ার আয়েশ আলিম মাদ্রাসার নবীন-বরণ ও বিদায় অনুষ্ঠান
মোঃ এমরান আলী রানা নিজস্ব প্রতিবেদক,
নাটোরের সিংড়ার আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার ২০২৪ সালে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ এবং দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় প্রতিষ্ঠান চত্বরে গভর্নিং বডির সভাপতি এম এম আবুল কালামের সভাপতিত্বে বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের রজনী গন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ীদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং প্রতিষ্ঠানের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে মানপত্র পাঠ করা হয়।
এসময় সহকারী শিক্ষক মো বাবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম, গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও সিংড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৌরভ সোহরাব, মাদ্রাসার সাবেক সভাপতি
মোঃ আলা উদ্দিন আকন্দ, অভিভাবক সদস্য মোঃ শহিদুল ইসলাম, মোঃ আয়ুব আলী, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নজিবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম।
৪.০২.২৪