চুয়াডাঙ্গা মাঘ শেষে তীব্র শীতে কাপছে
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ৯ই ফেব্রুয়ারি ২৪ইং দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ও পঞ্চগড়ের তেতুলিয়া ৮.০ ডিগ্রি সেলসিয়াস. আগামীকালও একই রকম আবহাওয়া থাকতে পারে ।
এর পরবর্তী দিন থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে আগামী ১৫-১৬ তারিখের দিকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে। চুয়াডাঙ্গা তীব্র শীতে হিমেল হাওয়ায় জেকে বসেছে শীত। মাঘের হাড় কাপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার মানুষ ।
শুক্রবার সকাল থেকে তাপামাত্রা নেমে আসায় পাশাপাশি প্রচন্ড হিমেল হাওয়ায় অচল হয়ে পড়েছে চুয়াডাঙ্গার সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা।
মাঘের এই হিমেল বাতাসের কারণে চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত।গরম কাপড় ছাড়া সাধারণত কৃষক বাইরে বের হচ্ছে না। চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় উত্তরের হিমেল হওয়ার কারণে প্রধান প্রধান সড়কগুলি এবং গ্রামের গুলির গণপরিবহন ছিল কম। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাজারে ও মাঠে আসতে দেখা যায়নি।
এদিকে শীত জেকে বসায় গরম কাপড়ের দোকানে উপচে পড়া ভিড়। লক্ষ্য করা যাচ্ছে হিমেল হওয়া জনজীবন দুর্ভগ করে তুলেছে।
প্রচন্ড ঠান্ডার কারণে খেটে খাওয়া সাধারণ কৃষক বিশেষ করে কৃষি কাজের শ্রমিক ও কৃষক কৃষানী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কনকনে শীতে ঠান্ডায় বৃদ্ধ শিশুদের মধ্যে ডায়রিয়া ঠান্ডা জনিত বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে।
বিশেষ করে চুয়াডাঙ্গায় কৃষকের অনেকেই রান্নার ঘরে অথবা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে।