ব্রাহ্মণবাড়িয়ায় হয়রানির বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের মানববন্ধন।
==============================ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি=========
ব্রাহ্মণবাড়িয়া: জেলায় ট্রেড ইউনিয়নভুক্ত সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির সাতজন শ্রমিককে র্যাব কর্তৃক আটক, মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
পাশাপাশি এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।রোববার (১১ জানুয়ারি) দুপুরে কাউতলী পুরাতন ব্রিজ এলাকায় সিএনজি চালিত অটোরিকশার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক মালিক ও শ্রমিক অংশ নেন।
এতে জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা শ্রমিকলীগের সভাপতি অ্যাডভোকেট কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশা, সংগঠনের সাধারণ সম্পাদক ক্বারী মো. আব্দুল্লাহ, জেলা সিএনজি মালিক সমিতির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাহার চৌধুরী,
জেলা সিএনজি মালিক সমিতির কার্যকরী সাধারণ সম্পাদক মো. কুদ্দুস মিয়া, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেফজুল কবির ও সাধারণ সম্পাদক স্বপন মিয়া।
এ সময় বক্তারা বলেন, মালিক শ্রমিকের কল্যাণের স্বার্থে দায়িত্বে নিয়োজিত শ্রমিকরা সিএনজি অটোরিকশা থেকে ২০ টাকা করে নিয়ে থাকে।
বিষয়টিকে চাঁদাবাজি উল্লেখ করে সাত শ্রমিককে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা দুঃখজনক।
এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারসহ গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে জেলার সব রুটে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রাখা হবে বলে হুশিয়ারি দেন তারা।