ময়মনসিংহের ভালুকা মডেল থানার ওসি জনাব মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার), ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় সম্প্রতি সময়ে যোগদানের পর প্রথমবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
এফ এম কাঞ্চন ভালুকা উপজেলা প্রতিনিধি
বুধবার বিকেলে মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার পুরস্কার প্রাপ্তিদের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান আয়োজন করা হয়।
ভালুকা মডেল থানার গুরুত্বপূর্ণ মামলার মূল রহস্য উদঘাটন,চোরাই মালামাল উদ্ধার,মাদক উদ্ধার, থানা এলাকার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহ সেবা মূলক কার্যক্রমে বিষয়ে অবদান রাখায় ময়মনসিংহ জেলা পুলিশ
সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম- সেবা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেছেন।
এসময় ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান মাননীয় জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইঁয়া স্যার ও গফরগাঁও
অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন স্যারের সার্বিক দিক নির্দেশনায় ভালুকা মডেল থানা এলাকায় থেকে চোরাই
মালামাল উদ্ধার, মাদক উদ্ধার, এবং আইন-শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম অর্জন করেছি, স্যারদের প্রতি কৃতজ্ঞ,প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।