উপশহর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৩ প্রার্থী: ভোট ৯ মার্চ
মো: ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার পদে উপ-নির্বাচন আগামী ৯ মার্চ। এ নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচিত ওয়ার্ড মেম্বার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সূত্র জানায়, ওই ওয়ার্ডে মহিলা মেম্বার পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৩ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রিনা, শাহানারা পারভীন মিনা ও নাসিমা বেগম নামে ৩ প্রার্থী মনোনয়ননপত্র জমা দিয়েছেন।
সূত্রমতে, গত বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। এতে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে।
সদর উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী জানান, একই দিনে উপশহরের সংরক্ষিত ওই ৩টি ওয়ার্ডের ছাড়াও দেয়াড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচন হবে।
সারা দেশের সাথে যশোর উপশহরে ২০২২ সালের ৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। সেই নির্বাচনের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে আলেয়া সিদ্দিকী আলো নির্বাচিত হন। তিনি ক্যান্স্যারে আক্রান্ত ছিলেন। ২০২৩ সালের ১২ জুন তিনি মারা যান। যার কারণে সংরক্ষিত ওই ওয়ার্ডের উপ-নির্বাচন হবে।
উপশহরের ওই ওয়ার্ডটির তিন প্রার্থীর মধ্যে ২ জন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও একজন ৫ নম্বর ওয়ার্ডের। ৫ নম্বর ওয়াডের্র বাসিন্দা ও সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার প্রার্থী রিনার ছেলে হাবিবুর রহমান টমাস ওয়াডর্টির পুরুষ মেম্বার।
অপর প্রার্থী শাহানারা পারভীন ২০২২ সালের ৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অংশ নিতে প্রচারণা চালালেও শেষ পর্যন্ত অংশ নেননি। নাসিমা বেগম এই নির্বাচনে নতুন প্রার্থী।