নবকিশলয় স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
মো: ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
যশোর নব কিশলয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সকালে সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রিজিবুল ইসলাম, সহকারী কমিশনার নুশরাত ইয়াসমিন, আমিন দায়ান আমিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
রবিউল ইসলাম, স্কুলের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা, এম এম কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন. কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন প্রমুখ।
এই প্রতিযোগিতায় ১১২ ইভেন্টে ৫ প্রতিযোগী অংশগ্রহণ করে।