যশোরে অস্ত্রসহ আটক সাগর রিমান্ডে
মো: ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
যশোরে অস্ত্রসহ আটক সন্ত্রাসী ও চাঁদাবাজ সাইফুল ইসলাম সাগরের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। সাগর সদরের ভেকুটিয়া কলোনি বাজার এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও শহরের ষষ্টিতলা পাড়ার বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি রাতে শহরের ষষ্টিতলার একটি ভাড়া বাড়ি থেকে সাগরকে একটি ওয়ান শুটারগানসহ আটক করে।
পরে র্যাব মামলা দিয়ে আটক সাগরকে কোতয়ালি থানায় সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ আকতার হোসেন সাগরের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
সোমবার আসামি সাগরের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক এ আদেশ দিয়েছেন।