কসবায় দেওয়াল চাপায় শিশু নিহত।
=============================ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ=========
ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবায় দেওয়ালের চাপায় আখির হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের গৌরিপুর গ্রামে নানা বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত আখির মেহারী ইউনিয়নের চবেপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত আখির রোববার (১৮ ফেব্রুয়ারি) তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।সোমবার দুপুরে নানা বাড়িতে বড়ই গাছ থেকে বড়ই পারতে একটি দেওয়ালের ওপর উঠলে দেওয়ালটি ধসে পড়ে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।