বীর মুক্তিযোদ্ধা মো:আজহার হোসেন
মুক্তিযুদ্ধের চেতনা টিভি মানিকগঞ্জ প্রতিনিধি।
২৩/২/২০২৪ আজ ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় ঢাকা উত্তর ২নং মুক্তিবাহিনী কমান্ডার শহীদ রেজাউল করিম মানিক (বীরপ্রতীক) তার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বীর মুক্তিযোদ্ধাদের প্রিয় বাচ্চু ভাইয়ের ধামরাই থানাধিন বাতুলি নিজ বাস ভবনে, (শিমুল বাড়ি )
প্রতিবছরের ন্যায় এ বছরও বাচ্চু ভাইয়ের সহযোগী মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেন। এই সমাবেশে মানিকগঞ্জ, সাভার,ঢাকা,কেরানীগঞ্জ সুতিপাড়া, সোয়াপাড়া, ভাড়ারিয়া, বাইশাকান্দা সহ বিভিন্ন অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর ২ নং সেক্টর নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু কমান্ডের,
বীর মুক্তিযোদ্ধাদের পরিচয় করে দেন। ঐ অনুষ্ঠানে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের মধ্যে শিমুল ভাবি (বাচ্চু ভাইয়ের সহধর্মিনী) বীর মুক্তিযোদ্ধা মো:ছাদিকুর রহমান হিরু, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিজানুর রহমান হযরত, বীর মোয়াজেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৌফিক (অবসরপ্রাপ্ত কর্নেল),
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল বাছেত ভূইয়া, সহ বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বীর মুক্তিযোদ্ধা শহীদ মানিকের সহযোদ্ধা,শহীদ মানিকের অনুপস্থিতে তিনি কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি নাট্য নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উনার লেখা ৭১ যুদ্ধের কবিতা পাঠ করা হয়।
পুরো অনুষ্ঠানটা পরিচালনা করেন আমাদের প্রিয় ৭১ রণাঙ্গনের কমান্ডার বাচ্চু ভাই, দুপুরে বীর মুক্তিযোদ্ধাদেরকে আপ্যায়ন করার পরে) ( দুই পর্বে) শহীদ বীর মুক্তিযোদ্ধা রেজাউল মানিক (বীর প্রতীক), শহীদ গোলাম দস্তগীর টিটুর
উপর আলোচনা করেন যুদ্ধকালীন কমান্ডার বাচ্চু ভাই, অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে শিমুল ভাবীর কন্ঠের সাথে বীর মুক্তিযোদ্ধারা জাতীয় সংগীত পরিবেশন করেন