চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপিকে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা
কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ ঈমাম হোসেন শরীফ।
পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক মুজিব এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য মো: মুজিবুল হক মুজিব এর নিজ বাড়ীতে চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হাশেমের নেতৃত্বে শুভেচ্ছা প্রদানকালে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিট কমান্ডার মকবুল আহমেদ, ত্রাণ ও পূণর্বাসন কমান্ডার
মোখলেছুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক খোকন, আমীর হোসেন মানিক, পেয়ার আহমেদ, আবু তাহের, আলী নেওয়াজ, মফিজুর রহমান ভূঁইয়া, আবদুল কুদ্দুস, সিরাজুল ইসলাম, নির্মল সাহা, শফিকুর রহমান মজুমদার, হারুন অর রশিদ, হামিদুর রহমান, আমিনুল ইসলাম, নুরুল ইসলাম ভূঁইয়া, ফারুক আহমেদ, জমির উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক রেলপথ মন্ত্রীর সহধর্মিনী, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি হনুফা আক্তার রিক্তা, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, বাংলাদেশ আওয়ামী
লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এম. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন প্রমুখ।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।