শিক্ষাবিদ সুলতান আহমেদ আর নেই, বিভিন্ন মহলের শোক
মো: ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ
সুলতান আহমেদ আর নেই। মঙ্গলবার বিকেল সাড়ে তিন টায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বেলা ১১ টায় যশোর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে কারবালা কবর স্থানে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর মারা যান। বিকেলে অধ্যক্ষ সুলতান আহমেদের মরদেহ শহরের সার্কিট হাউস পাড়ার তার বাস ভবনে আনা হলে শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছুটে য়ায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এছাড়া যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, এমপির সহধর্মিনী ও রাজ্জাক কলেজের সভাপতি ডাক্তার মালিহা মান্নান আহমেদ, বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, জিলা স্কুলে প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ প্রমুখ শোক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি, যশোরের সভাপতি অ্যাড. কাজী রবিউল আলম ও সাধারণ সম্পাদক অ্যাড. অশোক রায় শোক জানিয়েছেন।
মানবাধিকার সংগঠন রাইটস যশোরের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ সুলতান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মোল্যা এবং সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক এই শোক প্রকাশ করেন।