যশোরে আরও ৩ ডায়াগনস্টিককে ৭৫ হাজার টাকা জরিমানা
মো: ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
যশোরে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩ টি ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরের পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে ২৫ হাজার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ২৫ হাজার ও আল্ট্রাভিশন ডায়াগস্টিক সেন্টারে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, সিভিল সার্জন অফিসের বক্ষব্যাধি কনসালটেন্ট ডা. পলাশ কুমার দাস ও ক্যাব সদস্য আব্দুর রকিব সরদার। এসময় পুলিশ সদস্যরা সাথে ছিলেন।
সহকারি পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, সরকারি নির্দেশনা না মেনে এসব ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা হচ্ছে। অভিযানে নানা অনিয়ম চোখে পড়ে। যে কারণে সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডা. পলাশ কুমার দাস জানান, সিভিল সার্জনের নির্দেশে অবৈধভাবে পরিচালিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহতভাবে চালানো হবে।
সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, জেলা স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে মাঠে রয়েছে। অভিযানের প্রথম দিনে ৪ টি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এছাড়া ৬ টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের দ্বিতীয় দিন বুধবার আরও ৬টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।