চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক পৃথক অভিযান
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে সময় ৪:৩০ ঘটিকায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব শিরীন আক্তারের নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গা বিভাগীয় স্টাফদের সমন্বয়ে দামুড়হুদা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করে আসামি মো:হাফিজুল রহমান (৩৫), পিতা:মৃত:আব্দুল জলিল, সাং: চাকুলিয়া পশ্চিমপাড়া,থানা:দর্শনা, জেলা:চুয়াডাঙ্গা, অপর আসামি মো: মিজানুর রহমান (৫০) পিতা: মৃত:শুকুর আলী,সাং:চাকুলিয়া পশ্চিমপাড়া,থানা: দর্শনা জেলা: চুয়াডাঙ্গা কে দামুড়হুদা থানাধীন মুক্তারপুর মাঝেরপাড়া রাস্তার উপর দুইজনের মোটরসাইকেলের মাঝের সিটে বসা অবস্থায় ৩০০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন ও ০১টি Discover 125 CC মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়, উপ পরিদর্শক আকবর হোসেন মামলার বাদী হয়ে উক্ত আসামির বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন
অপর দিকে একই দিনে ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে সময় ৫.০০ ঘটিকায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক শিরীন আক্তার এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গা বিভাগীয় স্টাফদের সমন্বয়ে দামুড়হুদা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করে আসামি মো:মাহবুর রহমান (৩২), পিতা:মো:রমজান আলী, সাং: চাকুলিয়া মাঠপাড়া,থানা:দর্শনা, জেলা:চুয়াডাঙ্গা কে দামুড়হুদা থানাধীন মুক্তারপুর মাঝেরপাড়া রাস্তার উপর হইতে ১৮৭ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন সহ গ্রেফতার করা হয়, উপ পরিদর্শক আকবর হোসেন মামলার বাদী হয়ে উক্ত আসামির বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন