বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে পৃথক ৩ মামলায় আসামি ৮২ জন- মুক্তিযুদ্ধের চেতনা টিভি বাউফলে খালেদা জিয়ার ফাঁসি দাবি করে বিএনপি নেতা ভাইরাল- মুক্তিযুদ্ধের চেতনা টিভি শাহজাদপুরে ভূমি অফিসে দূর্নীতি দমন ও ঘুষমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্র সমাজের অভিযান – মুক্তিযুদ্ধের চেতনা টিভি ফুলবাড়ীতে সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত – মুক্তিযুদ্ধের চেতনা টিভি সিরাজগঞ্জের শাহজাদপুরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সাথে গ্রামের সিনিয়র প্রতিনিধিগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত – মুক্তিযুদ্ধের চেতনা টিভি শাহজাদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের নেতৃত্বে হিন্দু পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়- মুক্তিযুদ্ধের চেতনা টিভি রাজশাহীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা অনুষ্ঠিত – মুক্তিযুদ্ধের চেতনা টিভি কোটা বাতিলের নামে স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর কিছু কথা – মুক্তিযুদ্ধের চেতনা টিভি নওগাঁয় বিস্কুট খেয়ে দুই শিশু কন্যার মৃত্যু- মুক্তিযুদ্ধের চেতনা টিভি জাফলংয়ে কথা কাটাকাটি থেকে মারামারি অতঃপর ঘুষিতে প্রাণ গেল শ্রমিকের – মুক্তিযুদ্ধের চেতনা টিভি

নোয়াখালী – লক্ষীপুর সড়ক সম্প্রসারণ কাজ দেড় বছর বন্ধ – মুক্তিযুদ্ধের চেতনা টিভি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

নোয়াখালী-লক্ষ্মীপুর সড়ক সম্প্রসারণ কাজ দেড় বছর বন্ধ

মোঃ জাকির হোসেন (মনু)
জেলা প্রতিনিধি (নোয়াখালী)

যান চলাচল নির্বিঘ্ন করতে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ২০২০ সালের জুনে শুরু হওয়া প্রকল্পের ব্যয় ধরা হয় ২১০ কোটি টাকা। এর মধ্যে ভূমি অধিগ্রহণে বরাদ্দ রাখা হয় ১২০ কোটি টাকা। আর ৯০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয় মূল সড়ক সম্প্রসারণের জন্য। এ সময়ের মধ্যে ২০ কিলোমিটার সড়কের লক্ষ্মীপুর অংশে শুধু সাত কিলোমিটার সম্প্রসারণ করা হয়েছে। তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় নোয়াখালী অংশে ১৩ কিলোমিটার সড়ক সম্প্রসারণ কাজ বন্ধ রয়েছে দেড় বছর ধরে।

সওজ কর্মকর্তারা বলছেন, কাজ করার সময় স্থানীয়দের বাধা ও কয়েকটি স্থানে ভূমি অধিগ্রহণ করতে না পারায় প্রকল্পটি বন্ধ রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জমির ন্যায্যমূল্য দিচ্ছে প্রকল্পসংশ্লিষ্টরা। যাদের কাছ থেকে ভূমি অধিগ্রহণ করা হচ্ছে তাদের ঠিকমতো মূল্য পরিশোধ করা হচ্ছে না।

প্রকল্প সূত্রে জানা গেছে, নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কটি ১৮ ফুট চওড়া রয়েছে। প্রকল্পের আওতায় এটি ৪০ ফুট করা হবে। দুই পাশে ৬ ফুট সম্প্রসারণের পাশাপাশি ৫ ফুট করে ১০ ফুট মাটি ফেলে ভরাট করা হবে। নোয়াখালীর মাইজদি বাজার থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের শাহী পেট্রলপাম্প পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক নির্মাণে প্রায় ৯০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সড়কটির কাজ পায় কুমিল্লার রানা বিল্ডার্স। পরে প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে কাজে চুক্তিবদ্ধ হয় হাসান বিল্ডার্স ও মেসার্স সালেহ আহমেদ। ২০২০ সালের জুনে কাজ শুরু হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাদের কাছ থেকে জমি নিয়ে গাইডওয়াল করা হয়েছে, তাদের কোনো টাকা দেয়া হয়নি এবং ৮ ধারা নোটিসও দেয়া হয়নি। কিন্তু ৪ ধারা ও ৭ ধারা নোটিস সাধারণ মানুষ পেয়েছে। সওজের কর্মকর্তাদের সঠিক তদারকি না থাকায় ঠিকাদারের লোকজন খামখেয়ালিভাবে নির্মাণকাজ শেষ না করেই চলে গেছে। সড়ক নির্মাণে পুরনো ইট-খোয়া ও রাবিশ ব্যবহার করা হয়েছে। নামমাত্র নতুন মাটি, খোয়া ও বালি ব্যবহার করা হয়েছে। এখন ব্যস্ততম এ সড়কে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয় কয়েক লাখ মানুষকে।

এদিকে ভূমি অধিগ্রহণ করে সড়কটি দ্রুত সম্প্রসারণ করতে গত সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে লিখিত অভিযোগ করেছেন রাজগঞ্জ ও ছয়ানী বাজারের ৭০ জন ব্যবসায়ী। এর আগে ২০ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অভিযোগ দেন তারা। তবে সেতুমন্ত্রী বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে লক্ষ্মীপুর ও নোয়াখালী সওজের কয়েকজন কর্মকর্তা বলেন, ‘দুই জেলার দু-একজন কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণে এ অনিয়ম হচ্ছে। সড়কটির কাজ দেড় বছর বন্ধ রয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102